মেয়েদের একলা ভ্রমণ । ভ্রমণের নানান রকম রয়েছে। কেউ ভালোবাসে একলা ভ্রমণ করতে কেউবা আবার দলবেঁধে। আবার দলবেঁধে ঘুরতে চাইলেই যে মনের মত সময়ে ভ্রমণসঙ্গী খুঁজে পাওয়া যাবে তাও নয়। কাজেই একাই বেরিয়ে পড়তে হয় অনেক সময়। আমরা আমাদের দেশের প্রথম স্যাটেলাইটটি পাঠিয়ে দিয়েছি মহাশুন্যে কিন্তু সত্যি বলতে কি এখনও মেয়েদের জন্য বৈষম্যহীন একটা সমাজ তৈরি করতে পারি নি। মেয়েদের একলা ভ্রমণ আজও নিরাপদ নয়। কিন্তু তাই বলে কি মেয়েরা একলা ভ্রমণ করবে না? অবশ্যই করবে। একা একা ভ্রমণ করে বেড়াচ্ছেন এমন অনেক নারী ট্রাভেলার কিন্তু আছেন।আজ অজানার ভয়, নির্যাতন, অপমান, লাঞ্ছনার মতন অসংখ্য আন্ধকারাচ্ছন্ন আর ভয়াল দিককে এক পাশে রেখে বেরিয়ে পড়তে হবে একলা ভ্রমণে। ভ্রমণে কিছু জিনিস মেনে চললে তা শুধু আপনাকে নিরাপত্তাই দেবে না সেই সাথে ভ্রমণ করে তুলবে আরও বেশি উপভোগ্য।

Zinni (2)

১। আত্মবিশ্বাসী হওয়া – একলা ভ্রমণে আত্মবিশ্বাসী হওয়া খুব জরুরী। আপনি একা পারবেন ভ্রমণ করতে, যেকোন অপ্রীতিকর অবস্থা বা বিপদজনক পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন, নিজের ভিতরে এই বিশ্বাসটুকু রাখুন। আপনার দিশেহারা ভাব, ভয় পাওয়া চেহারা দেখে খুব সহজেই অভিজ্ঞ পকেটমার আপনাকে সনাক্ত করতে পারবে এবং আপনার কোন ক্ষতি করার সুযোগ পাবে। আমার জাপানী বান্ধবী চাকুরি ছেড়ে পৃথিবী ঘুরতে বের হয়েছিল।একা একা ল্যাটিন আমেরিকা ঘোরা শেষ করে সে যখন প্যারিসে পৌঁছায় সে ছিল ক্লান্ত, বিধস্ত এবং ভীত। তার দিশেহারা ভাব দেখেই হয়তো প্যারিসের জনবহুল এক রাস্তা থেকে তার ব্যাগ থেকে আইফোন নিয়ে চলে যায় কোন এক পকেটমার।

২. সতর্ক থাকা- একলা ভ্রমণের সময় চারপাশে খেয়াল রেখে সতর্ক থেকে চলুন। যেহেতু অচেনা শহর, অচেনা রাস্তা কাজেই চেস্টা করুন গলি-ঘুপচি এড়িয়ে চলতে। স্মার্টফোনে থাকা গুগল ম্যাপে দেখুন রাস্তা ভুল হচ্ছে কিনা। দামি কিছু সাথে না থাকাই ভাল। ট্যাক্সি চড়তে হলে এমন ভাব করুন আপনি চেনা জায়গায় যাচ্ছেন। অপরিচিত বা কম পরিচিত কারো কাছ থেকে কিছু না নেওয়া, বিশেষ করে খাদ্যদ্রব্য নেওয়া উচিত নয়।

৩। স্থানীয় সংস্কৃতিকে ধারণ করুন – একলা কোথাও যাবার আগে সে দেশের সংস্কৃতি অ ঐতিহ্য সম্পর্কে জানুন এবং শ্রদ্ধা করুন। সম্ভব হলে মানুন অই অঞ্চলের আচার ব্যবহার, রীতিনীতি। স্থানীয়দের পোশাক পরুন, চেস্টা করুন স্থানীয়দের ঐতিহ্যবাহী খাবারগুলো খেতে, একলা ভ্রমণ করুন স্থানীয়দের মত। এতে আপনার ভ্রমণ হবে অনেক বেশি আনন্দময় আর সেই সাথে  সুরক্ষিত থাকার সম্ভাবনাও বেড়ে যাবে।

৪. ঝামেলা এড়িয়ে যান- একলা ভ্রমণ করছেন বুঝে কেউ যেচে পড়ে বেশি কথা বলছে বা  খুব বেশি আগ্রহ দেখাচ্ছে এমন মনে হলে তাকে এড়িয়ে যান। নিজের সম্পর্কে কোন তথ্য  অপিরিচিত কারো সাথে শেয়ার করা নিরাপদ নয়। বিশেষ করে আপনি একলা ভ্রমণ করতে বেরিয়েছেন, কোথায় থাকবেন বা আপনার ভ্রমণ পরিকল্পনা ইত্যাদি বিনিময় করা থেকে একেবারেই বিরত থাকুন। খুব বেশি ঝামেলার কিছু হলে নিকটস্থ পুলিশের সাহায্য নিন।

Zinni (3)

৫. আংটি পড়ুন- বিবাহিত হন বা অবিবাহিত, আংটি পরুন অনামিকায়। এই আংটি দেখেই হয়ত অনেক উটকো মানুষ আপনার পাশ থেকে সরে যাবে নীরবে। একটা আংটি দিতে পারে আপনাকে সুরক্ষা, আপনাকে রাখতে পারে অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্ত। এরপরেও কেউ কাছে ঘেঁষলে কৌশলে জানান যে আপনি একা নন, আপনার বন্ধুরা আশেপাশেই আছে।

৬. আত্মরক্ষা করতে জানুন – মেয়েদের একলা ভ্রমণ এ আত্মরক্ষা করতে জানাটা অন্য রকম এক সুরক্ষা এনে দেবে। নিয়মিত যারা একলা ভ্রমণ করুন তারা নিজেদের আত্মরক্ষা করার জন্য কারাতে বা মার্শাল আর্ট অনুশীলন করতে পারেন। নিজের বাড়তি সুরক্ষার জন্যে পিপার স্প্রে বা ছোট চাকু সাথে রাখুন।একলা ভ্রমণে সুরক্ষিত থাকুন আর উপভোগ্য করে তুলুন আপনার একান্ত সময়টুকুকে।

GET SOCIAL

Subscribe and stay up to date.

একরাশ

তাঁতে বোনা শাড়ি

আপনাদেরই জন্য!

ATTENTION!

নিজস্ব জগতে প্রতিনিয়ত নিজের পায়ে ভর করে দাঁড়াতে চাওয়া নারীদের আনন্দ, হাসি, ভাবনা, বিশ্লেষণ কিংবা জয়-পরাজয়ের গল্পগুলোকে একত্রে জড়ো করে রাখার ক্ষুদ্র প্রয়াস “নারীদের গল্প” বিভাগটি। আর গল্পগুলোর লেখক কিংবা পাঠক, আপনারাই।

আপনার লেখা আমাদের কাছে পাঠাতে আমাদের Contact পেইজে যোগাযোগ করুন অথবা ইমেইল করুন [email protected] এই ঠিকানায়।

About the Author: Palong Khiyang

তথ্যপ্রযুক্তির কর্পোরেট মোড়কটা একপাশে ছুড়ে ফেলে ভবঘুরে জীবন-যাপনে অভ্যস্ত কালপুরুষ অপূ ভালোবাসেন প্রকৃতি আর তার মাঝে লুকিয়ে থাকা হাজারো রূপ রহস্য। নীলচে সবুজ বন, ছলছল বইতে থাকা নদী, দাম্ভিক পাহাড়, তুষার ঢাকা শিখর, রুক্ষ পাথুরে দেয়াল ছুঁয়ে অবিরত পথ খুঁজে ফেরা কালপুরুষ অপূ স্বপ্ন দেখেন এমন এক পৃথিবীর, যেখানে পাখিরা দিশা হারায় না, যেখানে সারাটা সময় সবুজের ভীরে লুটোপুটিতে ব্যস্ত সোনালী রোদ্দুর, যেখানে জোনাকির আলোয় আলোকিত হয় আদিম অন্ধকার, যেখানে মানুষরূপী পিশাচের নগ্নতার শিকার হয়না অবাক নীল এই পৃথিবীর কোন কিছুই!

Sharing does not make you less important!

তাবু কেনার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত ?
এভারেস্ট শীর্ষে নারীর জয়-জয়কার!
তাবু কেনার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত ?
এভারেস্ট শীর্ষে নারীর জয়-জয়কার!

Sharing does not make you less important!

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

তাবু কেনার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত ?
এভারেস্ট শীর্ষে নারীর জয়-জয়কার!

Sharing does not make you less important!

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।