আমাদের কথা

পালং খ্যিয়ং, অনিন্দ্য সুন্দর এক পাহাড়ি জলপ্রপাত। সবুজের আঁচল ছড়িয়ে রুপালী জলের শাড়িতে জড়ানো পালং খ্যিয়ং নামের মায়াময় সুন্দর জলপ্রপাতটার ঠিক পায়ের কাছে দাঁড়ানোর সাথে সাথেই একটা শব্দই বারবার ভাবনায় ঘুরপাক খাচ্ছিলো -নারী.!! বন-পাহাড়ের অবগুন্ঠনকে উপেক্ষা করে প্রবল স্বকীয়তায় ভাস্বর পালং খ্যিয়ং, ঠিক যেন কোন স্বাধীন, স্বপ্রতিভ মানবীর নিখুঁত প্রতিরূপ! ভাবনার ঘূর্ণির অতলে তলিয়ে যেতে যেতেই মনে হলো, নারীদের নিয়ে কিংবা নারীদের জন্য যদি কখনও কোন কিছু করি তার নাম রাখবো পালং খ্যিয়ং।

নারীদের জন্য দেশী বা তাঁতজাত কাপড় নিয়ে কাজ করার ইচ্ছা অনেক পুরোনো হলেও পরিকল্পনা, সময় কোন কিছুরই সমন্বয় হচ্ছিল না। তাছাড়া, নারী মাত্রই শাড়ি প্রীতি আছে। শাড়ি পরলেই শুনতে হয় শাড়ি কই থেকে কেনা, অনেকে বলে তাদের সাথে শপিং এ গিয়ে শাড়ি পছন্দ করে দিতে। অনেকে চোখ বন্ধ করে টাকা দিয়ে দেয়। অতএব, বিভ্রান্তির এই সময়ে তাঁতে বোনা শাড়ি বা কাপড়ের জন্য একটা বিশ্বস্ত স্টোরের চাহিদা রয়েছে আশেপাশে।

এমন নানান সব ভাবনা আর নিজেদের ভাল লাগার সাথে সাথে অন্যদের ভালোলাগা মিলিয়ে ভাবছিলাম যে তাঁতের শাড়ি নিয়ে একটা উদ্যোগ শুরু করব। এই ভাবনাও সেই ২০১৫ থেকেই। গত কয়টা বছর ভেবেছি, পরিকল্পনা করেছি, নিজেকে গুছিয়েছি, শাড়ি নিয়ে জেনেছি, খোঁজ করেছি, নানান প্রস্তুতি নিয়েছি কিন্তু সাহস করে শুরু করতে পারছিলাম না।

অতঃপর কোন নেতিবাচক ভাবনা বা বিষয়ের তোয়াক্কা না করে একদিন হঠাৎ করে প্রিয় ঝর্ণার নামেই যাত্রা শুরু পালং খ্যিয়ং -য়ের। শুরু থেকে এই পর্যন্ত আমরা কুড়িয়েছি অজস্র মানুষের ভালোবাসা এবং বিশ্বাস। একটা দীর্ঘ সময় ফেসবুক প্লাটফর্মে নিয়মিত তাঁতে বোনা পণ্য নিয়ে কাজ করার পর মনে হলো ভাবনাটাকে আরো একটু এগিয়ে নিই আর তারই প্রয়াস palongkhiyang.com

পালং খ্যিয়ং এর অনলাইন স্টোরের জন্য এই ওয়েবসাইটের একটুখানি অংশ রেখে বাকীটা আমরা ছেড়ে দিতে চাই আমাদের সাথে পথ চলতে থাকা নারীদের জন্য। নিজস্ব জগতে প্রতিনিয়ত নিজের পায়ে ভর করে দাঁড়াতে চাওয়া নারীদের আনন্দ, হাসি, কান্না, ভাবনা. বিশ্লেষণ. জয়-পরাজয়ের গল্পগুলোকে একত্রে জড়ো করে রাখার লক্ষ্যে রাখা হয়েছে নারীদের গল্প নামে একটি বিভাগ আর সেই গল্পগুলোর লেখক কিংবা পাঠক, আপনারাই।

তবে এতো সব কিছুর পরও আসলে সবকিছু নির্ভর করছে আপনাদের উপর। আমরা তো শ্রেফ শুরু করেছি এখন এটিকে আগামীর পথে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু আপনাদেরই।

If you are in love with adventure and travel then it’s time to

TO GET READY FOR YOUR NEXT EXPEDITION WITH A BUCKET FULL OF TIPS, TRICKS, PLANS AND ARTICLES.